Web Analytics
এমিরেটস এয়ারলাইনস আকাশপথে ভ্রমণরত যাত্রীদের নামাজ আদায়ের সুবিধার্থে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটি জানায়, তাদের বহরের সব ফ্লাইটেই এই মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে অনুরোধ করে মাদুরটি নিতে পারবেন। নতুন সংস্করণের মাদুরটি আগের তুলনায় কিছুটা মোটা, আরামদায়ক এবং বহনে সহজ।

এমিরেটস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘপথের ফ্লাইটে এই মাদুর বিশেষভাবে উপকারী হবে, কারণ অনেক সময় ভ্রমণের মধ্যেই নামাজের সময় পড়ে যায়। আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর যাত্রীদের জন্য কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে। এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস ও ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে এমিরেটস যাত্রীদের ধর্মীয় চাহিদা পূরণে নতুন মাত্রা যোগ করেছে এবং দীর্ঘ ভ্রমণে আরাম ও সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!