ব্রাজিলের উপকূলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি। কোম্পানিটি জানায়, তারা ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে ৪০৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৩৭২ মিটার গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে। চলতি বছরে এটি বিপির দশম আবিষ্কার। সর্বশেষ এই আবিষ্কারের ঘোষণা আসার পর লন্ডনের শেয়ারবাজারে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে যায়। বিপি আগামী তিন বছরে প্রায় ৪০টি কূপ খননের পরিকল্পনা করেছে, যার মধ্যে ২০২৫ সালেই ১৫টি পর্যন্ত কূপ খনন করা হতে পারে। কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে প্রতিদিন ২৩ থেকে ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।