তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার তিনি বলেন, নেতানিয়াহু ২০ মাসে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় গণহত্যা নিয়ে নীরব থাকাদেরও এর দায়ে অভিযুক্ত করে এরদোগান বলেন, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি তুরস্কের প্রতিরক্ষা খাতে অগ্রগতি তুলে ধরে বলেন, নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপে থেকেও তুরস্ক আজ নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। ১৯৬০-এর দশক থেকে সাইপ্রাস ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আজ তুরস্ক তাদের প্রতিরক্ষা শক্তি দিয়ে বিশ্বে অবস্থান তৈরি করছে।