Web Analytics
ঘন কুয়াশার কারণে ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি জানান, নদীতে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান লঞ্চগুলোকে যেখানে আছে সেখানে নোঙর করে অবস্থান করতে বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হবে। এই সিদ্ধান্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে।

ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে যাত্রী ও পণ্য পরিবহন সাময়িকভাবে ব্যাহত হয়েছে, যা কুয়াশা কেটে গেলে স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!