বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুনের শিকার হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, চট্টগ্রামে আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এক বিজয় মিছিল শেষে আমির খসরু বলেন, বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের রাজনীতি বিএনপিতে নেই। মানুষ সহনশীল রাজনীতি চায়, দেশের মানুষ পরস্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে। খসরু বলেন, বহু ত্যাগের বিনিময়ে সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতি করবে, ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্র বিশ্বাস করবে না। এটা বাংলাদেশের মানুষ কোনো দিনও গ্রহণ করবে না।