ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু বলেন, ‘আমি তো- ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এ রকম কোনো লক্ষণ দেখছি না। আমি তো দেখছি হচ্ছে। তিনি বলেন, ‘সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। যে বিষয়টা হয় নাই, সেটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো লাভ নেই’। আরও বলেন, ‘আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই।’ কুমিল্লার ঘটনাকে রাজনীতিকীকরণ করে একটি পক্ষ নির্বাচনি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। সবশেষে বলেন, কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। কানাডা নির্বাচনে সহযোগিতা করবে।