রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি শুরু করে। ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়, যাদের মধ্যে দুইজন বিজিবি কর্মকর্তা, একজন সাবেক ডিএমপি কর্মকর্তা এবং রামপুরা থানার সাবেক ওসি রয়েছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে।