নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার খাসনগর ও ভবনাথপুর এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যান। জানা যায়, কারখানাগুলো প্রতি মাসে প্রায় ২০ লাখ টাকার গ্যাস চুরি করে ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক্সকেভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দেয় এবং পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। তিতাস কর্মকর্তারা জানান, রাজনৈতিক প্রভাবের আশ্রয়ে গড়ে ওঠা এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।