Web Analytics
চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় অবৈধভাবে পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সাইবেনিখিল পাহাড়ে শ্যালোমেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান চালাতে গেলে এই হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান জানান, মাসুদ কালা নামে এক ব্যক্তির নেতৃত্বে পাহাড় কেটে বালি নেওয়া হচ্ছিল। বনকর্মীরা বাধা দিলে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। আহতরা হলেন—আলাল উদ্দিন, এনামুল হক চৌধুরী, রুহুল আমিন ও শাহ আলম। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ঘটনাটি নিয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সরকারি কর্মকর্তাদের ওপর হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।