Web Analytics
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। প্রথম দিনেই ৫ শতাধিক মানুষ স্বাক্ষর করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৫ সহস্রাধিক স্বাক্ষর সংগ্রহের পর আবেদনটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। ২০২৫ সালে সেতুটি নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ শুরু হয়নি, ফলে দাবিটি গণআন্দোলনে রূপ নিচ্ছে। আন্দোলনকারীরা জানান, সেতুটি নির্মিত হলে ভোলা-বরিশাল অঞ্চলে অর্থনৈতিক জোন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে। একই দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং সন্ধ্যায় দেশের সব শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।