সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনওয়ার গারগাশ এই পদক্ষেপকে “কৌশলগত, সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত” বলে উল্লেখ করেন। সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পদক্ষেপ উগ্রপন্থার একটি প্রধান উৎসকে মোকাবিলা করবে এবং সংগঠনটির প্রভাব, বিশেষত মসজিদ নিয়ন্ত্রণ ও অর্থায়নের সক্ষমতা, সীমিত করবে। গারগাশ দাবি করেন, সুদানের সশস্ত্র বাহিনী ও মুসলিম ব্রাদারহুডের মধ্যে একটি “জৈবিক সম্পর্ক” রয়েছে এবং গৃহযুদ্ধের সময় কিছু ব্রিগেড পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করেছে। সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, আমিরাত একটি শর্তহীন মানবিক যুদ্ধবিরতি ও বেসামরিক শাসনে রূপান্তরের পক্ষে। তিনি আবু ধাবির বিরুদ্ধে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমিরাতের লক্ষ্য সুদানের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা করা এবং মুসলিম ব্রাদারহুডের মতো গোষ্ঠীর উত্থান রোধ করা।