Web Analytics
বাংলাদেশের কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার, ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে একযোগে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে। গত ২৮ ডিসেম্বর কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ২৪ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবে।

গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Card image

Related Videos

logo
No data found yet!