রাঙামাটির কাউখালী ও বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক চিকিৎসা সেবার অভাবে ভোগা মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা ও প্রায় দুই লক্ষ টাকার ওষুধ বিতরণ করেন। তবে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ স্থানীয়দের হুমকি দিয়ে এই ক্যাম্পে অংশ না নিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ভয়ে লোকজন অংশ নিতে না চাইলেও পরে সেনাবাহিনীর মানবিক ভূমিকা দেখে উপস্থিতি বাড়ে। সেনাবাহিনী জানিয়েছে, তারা পাহাড়ি জনগণের কল্যাণে শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা সেনাবাহিনীর উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।