Web Analytics
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ট্রানজিট চুক্তি ও প্রটোকলের দুই বছর আট মাস পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে প্রথম পণ্য চালান ভুটানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার রাতে কাস্টমস প্রক্রিয়া শেষে থাইল্যান্ড থেকে আমদানি করা ৬ হাজার ৫৩০ কেজি শ্যাম্পু, চকলেট, জুস ও পাম ফলসহ নানা পণ্যভর্তি কনটেইনার সড়কপথে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের চ্যাংড়াবান্ধা ও শিলিগুড়ি অতিক্রম করে ভুটানে পৌঁছাবে। এই ট্রায়াল রানে বাংলাদেশ ১ লাখ ১ হাজার ৭১৩ টাকা রাজস্ব আয় করেছে। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, পরীক্ষামূলকভাবে এই চালান পাঠিয়ে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে, এরপর নিয়মিত পণ্য পরিবহন শুরু হবে। স্থলবেষ্টিত ভুটান এতদিন ভারতের কলকাতা ও হলদিয়া বন্দরের ওপর নির্ভরশীল ছিল। নতুন এই করিডোরের মাধ্যমে দেশটি আমদানি ব্যয় কমাতে পারবে এবং বাংলাদেশও অর্থনৈতিকভাবে লাভবান হবে। সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের পর ট্রায়াল রানের কার্যক্রম গতি পায়।

Card image

Related Videos

logo
No data found yet!