মালিবাগে সোহাগ পরিবহণের কাউন্টার ও মালিকদের বাসায় হামলার প্রতিবাদ ও মূল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমন নৃশংস ও অকল্পনীয় ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। সকল মিডিয়ায় সব প্রমাণ উপস্থাপন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার তৃতীয় দিন অতিক্রান্ত হলেও এখনো মূল আসামিদের গ্রেফতার না করায় জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, হামলার নেতৃত্ব দেওয়া বিলাল, পাপ্পুসহ মূল হোতারা এখনো গ্রেফতার হয়নি। হামলাকারী এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এলাকাবাসী পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে। উল্লেখ্য, এ ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। একজনকে বহিষ্কারও করা হয়েছে।