Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে উত্তরাঞ্চলে সফর শুরু করেছেন। শুক্রবার তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি সকাল ১১টায় পঞ্চগড়ে প্রথম জনসভায় যোগ দেন। শনিবার তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভায় অংশ নেবেন এবং রোববার ঢাকায় বিভিন্ন নির্বাচনি আসনে গণসংযোগ করবেন।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বাইরে সফর শুরু হলো এবং জনগণের সমস্যাগুলো বুঝে ইনসাফভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দেশসেবার সুযোগ পেলে বাস্তবতার ভিত্তিতে সমস্যা সমাধানে কাজ করবেন।

তিনি যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর স্লোগান— “চলো একসাথে গড়ি বাংলাদেশ।”

Card image

Related Videos

logo
No data found yet!