ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ইয়োকার্তা যাওয়ার পথে সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ভোরে হাইওয়ে ইন্টারচেঞ্জের কাছে অতিরিক্ত গতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, দুর্ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে সেমারাং শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ।
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে মহাসড়কে নিরাপত্তা বিধি অমান্য ও যানবাহনের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে। সরকার এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং আসন্ন ছুটির মৌসুমে সড়ক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।