গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার তাদের দেশে ফেরাতে দুটি আইনি পথ অবলম্বন করতে পারে—২০১৩ সালের ভারত-বাংলাদেশ অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন, ভারত আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা রেখে সহযোগিতা করবে। রায়ে আরও বলা হয়েছে, দুই আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের মধ্যে বিতরণ করা হবে। রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসিকিউটর বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জটিল অপরাধের বিচার করতে সক্ষম এবং এই রায় যেকোনো আন্তর্জাতিক আদালতেও টিকবে।