ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত ইসরাইল। ইতোমধ্যেই হামাস অভিযোগ করেছে, বন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত করার মাধ্যমে ইসরাইল গাজার পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে ফেলছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা, তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরাইল শনিবার গাজার বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করেছে। নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে কোনো সন্দেহ নেই— পুরোপুরি আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করব, আলোচনা বা অন্য কোনো উপায়ে।’