এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব। মাদ্রাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদেরকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। এখন বাকস্বাধীনতা পেয়েছেন। তিনি বলেন, আমরা ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এরপরও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যাশা করে দেবীদ্বার আসনটি এনসিপির আসন হিসেবে খ্যাতি পাবে বলে জানান।