দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হলো। সোমবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদক সূত্রে জানা যায়, ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল ছিলেন স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী। অভিযোগ রয়েছে, ইকবাল মাহমুদের প্রভাবের কারণে মিঠু ও বকুল দীর্ঘদিন অনিয়মের পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এছাড়া মিঠুর কাছ থেকে গুলশানে দুটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে ইকবালের বিরুদ্ধে। মিঠুর রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতেই ইকবাল মাহমুদের নাম উঠে আসে বলে দুদক জানায়।