রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া স্কুলিং মডেল বাতিলের দাবিতে রোববার শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন। সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকর হলে সরকারি কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তায় পড়বে এবং এসব প্রতিষ্ঠানের ঐতিহ্য ক্ষুণ্ন হবে। ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একত্রে এই আন্দোলনে অংশ নেন।
সংক্ষিপ্ত সময়ের এই অবরোধ শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগকে সামনে এনেছে। শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আলোচনার সম্ভাবনা রয়েছে।