Web Analytics
ইউক্রেনের বিচারমন্ত্রী হারমান হালুশচেঙ্কো ও জ্বালানি মন্ত্রী স্বিতলানা হ্রিনচুক ১২ নভেম্বর রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারগোঅ্যাটমকে ঘিরে বড় দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে তাদের পদত্যাগ আসে, যিনি বলেন যে অভিযোগের মুখে থাকা অবস্থায় তাদের পদে থাকা অনুচিত। জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (NABU) এনারগোঅ্যাটমে ঘুষ ও প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত চালাচ্ছে, যদিও হালুশচেঙ্কোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনও আনা হয়নি। প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো সংসদে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কোম্পানির এক ভাইস প্রেসিডেন্টকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছেন। সরকার এনারগোঅ্যাটমের তত্ত্বাবধায়ক বোর্ড ভেঙে দিয়ে নতুন নিরীক্ষার নির্দেশ দিয়েছে। যুদ্ধকালীন সংকটের মধ্যেও এই কেলেঙ্কারি ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানকে আরও চাপে ফেলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।