গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুজন আহত হন। দুর্ঘটনাটি কামারদহ ইউনিয়নের ঢাকা–রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া গ্রামের জনি মিয়া (৪০) এবং নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪২)। আহত মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৪৫) নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং ট্রাকটি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।