এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করে ২২ বছর পর নিজেদের মাঠে ঐতিহাসিক জয় অর্জন করে। ম্যাচের ১২ মিনিটে শেখ মোরসালিনের একমাত্র গোলেই নির্ধারিত হয় ফলাফল। ভারতের এই পরাজয়কে দেশটির গণমাধ্যমগুলো একবিংশ শতাব্দীর অন্যতম বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, টাইমস নাউ, ফার্স্ট পোস্ট এবং আনন্দবাজারসহ শীর্ষ সংবাদমাধ্যমগুলো ভারতের দুর্বল পারফরম্যান্স ও স্ট্রাইকারদের ব্যর্থতাকে তীব্র সমালোচনা করেছে। পাঁচ ম্যাচে জয়হীন থেকে ভারত গ্রুপ ‘সি’-এর তলানিতে নেমে গেছে। অন্যদিকে, বাংলাদেশের এই জয় নতুন প্রজন্মের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। যদিও পরবর্তী পর্বে ওঠা সম্ভব নয়, তবুও এই জয় বাংলাদেশের ফুটবলে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।