বুধবার রাত ৮টায় লেম্বুরচর সাগর মোহনায় কোস্টগার্ড ও র্যাবের অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ জেলে ছদ্মবেশী ১৬ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্টগার্ড জানায়, নামবিহীন মাছধরা ট্রলারে জালের মধ্যে লুকিয়ে কুয়াকাটা সমুদ্রপথে পাচারকালে ১৬ পাচারকারীকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। একই সময় লেম্বুরচরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চক্রটি সমুদ্রপথে দীর্ঘদিন ধরে এই মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে না পারার কথাও জানায় কোস্টগার্ড। এদেরকে থানার হস্তান্তর করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।