গিনি-বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। নির্বাচনে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস দুজনই নিজেদের জয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার আগেই বুধবার সেনাবাহিনীর কর্মকর্তারা টেলিভিশনে ঘোষণা দেন যে তারা দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন। তারা সব নির্বাচনী কার্যক্রম স্থগিত, সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছে। প্রেসিডেন্ট এমবালো বার্তাসংস্থা এএফপিকে জানান, তাকে ক্ষমতাচ্যুত করে সেনা সদর দপ্তরে রাখা হয়েছে। বিরোধী নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন’কানহা, যিনি প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করছে। ১৯৭৪ সালে স্বাধীনতার পর দেশটিতে একাধিকবার অভ্যুত্থান ঘটেছে।