বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দণ্ডিত ও পলাতক আসামিদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)-এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এসব বক্তব্য ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে সহিংসতা উসকে দিচ্ছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করছে। এনসিএসএ জানায়, ঘৃণামূলক ও বিদ্বেষমূলক কনটেন্ট প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। সংস্থাটি আরও জানায়, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাপরিচালকের মাধ্যমে কনটেন্ট অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারবে এবং বিটিআরসিকে অনুরোধ জানাতে পারবে। এই সতর্কতা আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর, যেখানে শেখ হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়।