Web Analytics
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান জানান, তফসিল ঘোষণার পর প্রার্থী মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাচন কমিশন প্রার্থীদের বারবার সতর্ক করে আসছে যাতে তারা প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি না করেন। এই পদক্ষেপ প্রশাসনের নির্বাচনি শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!