পশ্চিমবঙ্গের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এক নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি করে বাংলা সিনেমার শো রাখা বাধ্যতামূলক। বেলা ৩টা থেকে রাত ৯টার মধ্যে থাকা প্রাইম টাইমে এই শো চালাতে হবে। অভিযোগ উঠছিল, মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে বাংলা ছবির শো ক্রমশ কমছে, ফলে মানসম্মত চলচ্চিত্র হলেও সাধারণ দর্শকের দেখা সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাসের আহ্বানে সকলে একমত হন যে বাংলা ছবিকে প্রাইম টাইমে চালাতে হবে। যখন ভারতের অন্য প্রান্তে ভাষাগত বিদ্বেষ দেখা দিচ্ছে, তখন বাংলার মাটিতে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির সুরক্ষায় এই সিদ্ধান্ত ইতিবাচক বার্তা হিসেবে আন্তর্জাতিক পাঠকমহলে পৌঁছাবে বলে বিশ্লেষকদের মত।