মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড গড়ে তুলেছে রানের পাহাড়। ওপেনার ডেভন কনওয়ে প্রথম দিনের সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে, ৩৬৭ বলে ৩১টি চার মেরে খেলেছেন ২২৭ রানের অসাধারণ ইনিংস। টম লাথাম করেছেন ১৩৭ রান, আর রাচিন রবীন্দ্র অপরাজিত থেকেছেন ৭২ রানে। ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা নিজেদের দৃঢ় অবস্থানে রেখেছে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জেডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও জাস্টিন গ্রেভস প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান তুলেছে অতিথিরা। ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল ৪৫ রানে অপরাজিত রয়েছেন। তবে তারা এখনো ৪৬৫ রানে পিছিয়ে।
তৃতীয় দিনের খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বড় ঘাটতি পুষিয়ে নিতে তাদের দরকার দীর্ঘ পার্টনারশিপ ও ধৈর্যশীল ব্যাটিং।