মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’ শিরোনামে যে খবর প্রচারিত হচ্ছে, তা ভিত্তিহীন। সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ১৫ লক্ষ প্রান্তিক খামারি এবং ৬ লক্ষাধিক মৌসুমী খামারি কুরবানির ঈদ উপলক্ষে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। আরো বলা হয়, মন্ত্রনালয় নানাভাবে এ খাতের উন্নয়ন করছে। এছাড়া মাংস আমদানির ফলে সংরক্ষণ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে বলে জানানো হয়।