ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার বিষয়ে দেশের সব কলেজের জন্য একটি ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। মূল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১ মার্চ থেকে। বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে জানানো হবে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।