রাষ্ট্রীয় সফরে আজ সোমবার তুরস্কে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় এ সফরে সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি এবং পর্যটন নিয়ে আলোচনা করবেন। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও এতে তুরস্কের অবদান নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্ক এই সময় সিরিয়া থেকে "সন্ত্রাসী বাহিনী" নির্মূলের পরিকল্পনা তুলে ধরতে পারে এমন খবরও রয়েছে। আঞ্চলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল নিয়েও আলোচনা হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।