সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জুমা সারা দেশে দোয়া অনুষ্ঠিত হবে এবং রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান দোয়া মাহফিল হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। খালেদা জিয়া চলতি বছরের শুরুতে লন্ডনে চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন।