মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশি রোগীদের সহায়তায় ‘বাংলাদেশি বুথ’ উদ্বোধন করা হয়েছে। এক্সপাট হসপিটালের উদ্যোগে চালু হওয়া এই বুথের লক্ষ্য বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য পুরো প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করা। বুথটি বাংলা ভাষায় সেবা, ভিসা ও ট্রাভেল সহায়তা, হোটেল বুকিং, হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ, হালাল খাবারের ব্যবস্থা এবং দেশে ফেরার পর অনলাইন ফলো-আপসহ সমন্বিত সেবা প্রদান করবে। ৪ নভেম্বর মালয়েশিয়ার পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২৬ নভেম্বর বুথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি বাংলাদেশি রোগীদের দীর্ঘদিনের চাহিদার প্রতিফলন এবং দুই দেশের মধ্যে চিকিৎসা পর্যটনের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এক্সপাট বুথের মাধ্যমে মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশের মানুষের কাছে আরও সহজলভ্য ও মানবিক হয়ে উঠবে।