সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে এবং বিশ্ব শান্তি রক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন এবং শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ অগ্রযাত্রা আরও গতিশীল হয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনী দেশের প্রতিরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।