রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে পাঠানো জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের যে এখতিয়ার, তাতে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব আন্ডারমাইনিং করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য। এতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত প্রতিনিধির আর কোনো গুরুত্ব থাকবে না। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে। এছাড়া মহাসচিব উপদেষ্টার মধ্যে কারো মধ্যে নতুন দলে সম্পৃক্ততা থাকার অভিযোগ তুলেন।