"স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট" স্লোগান ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারের নেতৃত্বে নতুন সংগঠন নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। আজ ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবু বাকের মজুমদার। এ বিষয়ে আব্দুল কাদের বলেন, 'আন্দোলনের সময় প্রায় সর্বদলীয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন। সবাই নিজ দলে ফিরে গেছেন। কিন্তু যারা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে ছিলেন না, তাদের একটা জায়গা দেওয়ার চিন্তা থেকে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।' একে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজিত রূপ কিংবা অনুমতি নেওয়ার মতো কিছু মনে করছেন না তিনি। রিফাত রশীদ জানিয়েছেন, এইটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্বতন্ত্র এবং আলাদা ছাত্র রাজনৈতিক সংগঠন।