বিএসএফের ১০২ জন ভারতীয়কে সীমান্তে পুশ ইনের ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, গায়ের জোরে, অন্যায়ভাবে বাংলাদেশে ‘পুশ ইন’ এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারও কাছে আমরা মাথা নত করবো না। আরও বলেন, এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়। আগ্রাসনকে স্পষ্টভাবে ‘না’ বলুন। প্রসঙ্গত, এর আগে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমাদের নাগরিক হলে ফরমাল চ্যানেলে গ্ৰহণ করব উল্লেখ করে পুশ-ইনে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশকে অগ্ৰহণযোগ্য বলেছেন!