কৃষকদের কাছে সার সরবরাহে স্বচ্ছতা ও দক্ষতা আনতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ জারি করেছে। নতুন নীতিমালায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তিনজন ডিলার নিয়োগ করা হবে, যাদের ন্যূনতম ৫০ টন ধারণক্ষমতার গুদাম এবং ৫–১০ টনের দুটি বিক্রয় কেন্দ্র থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না, সরকারি কর্মচারী ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না। বিক্রয় ও হিসাব ডিজিটালি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। ডিলারশিপের জামানত ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে এবং দুই বছর পরপর নিবন্ধন নবায়ন করতে হবে। বিসিআইসি ও বিএডিসির দ্বৈত কাঠামো একীভূত করে একক ব্যবস্থায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিক্রির সুযোগ রাখা হয়েছে। সরকারি চুক্তি ভঙ্গ করলে ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত হবে। নতুন নীতিমালা রোববার থেকে কার্যকর হবে এবং পূর্বের সব নীতিমালা বাতিল হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।