Web Analytics
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার বাদ জোহর আনুমানিক বেলা ২টার দিকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে তাঁর কফিন রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!