বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৬তম থেকে ৩১তম ব্যাচের কর্মকর্তারা দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে রোববার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতির দাবি জানান। বক্তারা বলেন, শিক্ষা ক্যাডার দেশের সবচেয়ে বড় ক্যাডার হলেও এর কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। অন্যান্য ক্যাডারে ৩০তম বিসিএস পর্যন্ত পদোন্নতি সম্পন্ন হলেও শিক্ষা ক্যাডারের ২৬তম থেকে ৩১তম ব্যাচ এখনো অপেক্ষায় রয়েছে। অনেক কর্মকর্তা ১০ থেকে ১২ বছর ধরে একই পদে কর্মরত থাকায় পেশাগত উন্নয়ন ও কর্মউদ্দীপনা ব্যাহত হচ্ছে। তারা দাবি করেন, পদোন্নতি প্রদান করলে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় বাড়বে না, কারণ অধিকাংশ কর্মকর্তা ইতিমধ্যে সর্বোচ্চ বেতনধাপে রয়েছেন। কর্মকর্তারা দ্রুত প্রশাসনিক স্বীকৃতি ও পদোন্নতির মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার আহ্বান জানান।