জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অনেকে তাঁকে ৫ বা ১০ নয়, ৫০ বছর ক্ষমতায় থাকার আহ্বান জানাচ্ছেন। প্রশ্ন তোলা হচ্ছে—তাহলে নির্বাচনের প্রয়োজন কী? কেন ৬ মাস নয়, ১৮ মাস সময় লাগছে নির্বাচনে—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং যেকোনো সময় পুনরায় চালু হতে পারে। রোহিঙ্গা সংকট ও জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা নিয়েও কথা বলেন তিনি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ইউনূস অনিচ্ছা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন।