ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতে সবজি কাটা ও বোরো ধানচারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ'র বিরুদ্ধে। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশে জমি লিজ এবং বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে এদেশে প্রবেশ করে লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে দেয় এবং ধানের চারা তুলে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা। খবর পেয়ে বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। সিদ্ধান্ত হয় আপত্তিকর জায়গায় জরিপ না করে চাষাবাদ হবে না।