যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই গাজার জায়তুন এলাকায় ইসরাইলি ট্যাংকের গোলায় আবু শাহবান পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী। তারা বাড়ির অবস্থা দেখতে ফেরার পথে বেসামরিক গাড়িতে ছিলেন। গাজার সিভিল ডিফেন্স জানায়, দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ, কারণ বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্নভিন্ন হয়ে গেছে। হামাস ঘটনাটিকে ‘গণহত্যা’ হিসেবে নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করা হয়। এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তি চলাকালীন ইসরাইল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং খাদ্য ও চিকিৎসাসহ জরুরি সহায়তাও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।