মন্ত্রিপরিষদ বিভাগ সব সরকারি দপ্তরকে নির্দেশ দিয়েছে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার করতে। একই সঙ্গে দৃষ্টিনন্দন স্থানে এ সংক্রান্ত ব্যানার প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত লোগোটি সব ধরনের সরকারি পত্রের উপরের ডান পাশে ব্যবহার করতে হবে। এই নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠির পর জারি করা হয়। নির্দেশনাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জারি করা হয়েছে।
এর মাধ্যমে সরকারি যোগাযোগে গণভোটের প্রতীক ব্যবহারে ঐক্যবদ্ধতা ও দৃশ্যমানতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।