বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ৬৪ জেলার জেলা প্রশাসকদের। রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন কেবল পাঁচ বছরের সরকারের জন্য ভোট নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পূর্ণতা দেবে। জেলা প্রশাসকদের তিনি স্মরণ করিয়ে দেন যে তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন এবং ব্যর্থতার কোনো সুযোগ নেই। ইউনূস বলেন, এই নির্বাচন জাতির নতুন সূচনা ঘটাবে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে বহু তরুণ ও নারী ভোট দিতে পারেননি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এবার নির্বাচনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টা ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।