পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শকুনটি একটি কৃষি জমিতে ছাগল শিকার করতে নেমে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয় এবং জমির জালে আটকে পড়ে। পরে স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক শকুনটিকে উদ্ধার করেন।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী দেবীগঞ্জ উপজেলা বনবিভাগকে অবহিত করেন। বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। বর্তমানে শকুনটির চিকিৎসা চলছে এবং সুস্থ হলে সেটিকে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
এই উদ্ধার কার্যক্রম স্থানীয় জনগণের বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা ও সহযোগিতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।