বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত জেনে একটি প্রতিদ্বন্দ্বী দল ষড়যন্ত্র শুরু করেছে। শনিবার নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দুলু বলেন, প্রায় ২০ বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোট দিতে পারেনি, তাই তারা অবাধ নির্বাচনের অপেক্ষায় আছে। তিনি দাবি করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি বিপুল ব্যবধানে ক্ষমতায় আসবে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান জানান যাতে কোনো ষড়যন্ত্র নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত না করে। সভায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।